বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড, ময়মনসিংহে শ্রমিক দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে মেরে পুড়িয়ে ফেলা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামীকাল (সোমবার, ২২ ডিসেম্বর) বেলা ১২টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলন- জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভূইয়াসহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।





