দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ সিরিজ জয় অজিদের

অ্যাশেজের তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার জয়
অ্যাশেজের তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার জয় | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

অ্যাশেজে অ্যাডিলেইডে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৮২ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টানা তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজের ট্রফি ধরে রাখলো অজিরা।

ম্যাচের ৫ম দিনে চার উইকেট হাতে নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। জিততে হলে শেষ দিন ইংলিশদের করতে হতো ২২৮ রান।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার দরকার ছিলো ৪ উইকেট। জেমি স্মিথ আর উইল জ্যাক ৭ম উইকেট জুটিতে নিজেদের অভিজ্ঞতার প্রদর্শনী খুব ভালোভাবেই দেখাতে থাকেন।

আরও পড়ুন:

আক্রমণাত্মক হয়ে ওঠা জেমিকে ফেরান স্টার্ক। আউট হওয়ার আগে এ ইংলিশ ব্যাটার করেন ৬০ রান। এরপর ৮ম উইকেটে বড় জুটি পায় ইংল্যান্ড। কার্সকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন উইল জ্যাক।

তবে তিনি আউট হলে অন্য ব্যাটাররা নিজেদের কাজটা ঠিকঠাক পালন করতে পারেননি। এ ম্যাচের দুই ইনিংসেই ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি হয়েছেন ম্যাচসেরা।

এসএইচ