প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-আগুন: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টারে আগুনের ছবি
প্রথম আলো ও ডেইলি স্টারে আগুনের ছবি | ছবি: এখন টিভি
2

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলের এক যৌথ বিবৃতিতে এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্স তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। এ ধরনের সহিংস ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিকের জানার অধিকারকে সরাসরি আঘাত করে। সংগঠনটি সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ তাদের অঙ্গীকার অটুট রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অনলাইন এডিটরস অ্যালায়েন্স প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তারা।

এসএইচ