শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ

শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা
শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা | ছবি: এখন টিভি
0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারারাত দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনার পর শুক্রবার সকালেও ঢাকার শাহবাগে রাস্তা আটকে বিক্ষোভ করতে দেখা গেছে।

সকাল ১০টার দিকে সেখানে গিয়ে প্রায় শ’দুয়েক বিক্ষোভকারীকে দেখা যায়। তবে তারা কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানারে ছিলেন না।

তারা চারদিকের সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করছেন। তবে হাসপাতালের কয়েকটি অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যেতে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

বিক্ষোভকারীদের ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘এই মুহূ্র্তে দরকার/বিপ্লবী সরকার’- এসব স্লোগান দিতে শোনা গেছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত ছিল।

এসএইচ