আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নওগাঁ পৌর পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শসা, করলা ও টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি। তবে অন্যান্য সবজি ৪০ টাকার মধ্যে মিলছে।
আরও পড়ুন:
বেগুন ও গাজর ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে, মুলা ও শিম ২০ টাকা, নতুন আলু ও বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা কেজি। এছাড়া ব্রকলি ৪০ টাকা পিস ও লাউ ২০ টাকা পিস।
কৃষকরা জানান, সবজির উৎপাদন বাড়ায় হাট-বাজারে সরবরাহ বেড়েছে। তবে দাম কমে আসায় উৎপাদন খরচই উঠছে না, গুনতে হচ্ছে লোকসান। অন্যদিকে, বাজারে সবজির পর্যাপ্ত সরবারহ থাকায় দাম কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।





