নওগাঁয় সরবরাহ বাড়ায় সবজির বাজারে স্বস্তি

সবজির বাজার
সবজির বাজার | ছবি: সংগৃহীত
0

নওগাঁয় পাইকারি বাজারে শীতের বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সবজিতে কেজিতে অন্তত ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। দাম কমে আসায় বাজারে স্বস্তি ফিরলেও কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নওগাঁ পৌর পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শসা, করলা ও টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি। তবে অন্যান্য সবজি ৪০ টাকার মধ্যে মিলছে।

আরও পড়ুন:

বেগুন ও গাজর ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে, মুলা ও শিম ২০ টাকা, নতুন আলু ও বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা কেজি। এছাড়া ব্রকলি ৪০ টাকা পিস ও লাউ ২০ টাকা পিস।

কৃষকরা জানান, সবজির উৎপাদন বাড়ায় হাট-বাজারে সরবরাহ বেড়েছে। তবে দাম কমে আসায় উৎপাদন খরচই উঠছে না, গুনতে হচ্ছে লোকসান। অন্যদিকে, বাজারে সবজির পর্যাপ্ত সরবারহ থাকায় দাম কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।

এফএস