কারাগারের কাছে অবস্থান কর্মসূচি, ইমরানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

ইমরান খানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা
ইমরান খানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা | ছবি: সংগৃহীত
0

আদিয়ালা কারাগারের কাছে অবস্থান কর্মসূচির দায়ে ইমরান খানের তিন বোনসহ পিটিআই দলের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরইমধ্যে ১৪ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। বোন আলিমা, উজমা এবং নওরীন খানসহ দলের কর্মীরা ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে আদিয়ালা কারগার অভিমুখে যান।

আরও পড়ুন:

পরে তারা কারাগারের কাছে অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ গত বুধবার মধ্যরাতে জলকামান ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তাদের সবার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। যেগুলোর মধ্যে পেট্রোল বোমা ব্যবহার এবং ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগও রয়েছে।

এফএস