আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যেই এ দুই চিঠি পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলায় শতশত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
এতে গেল বুধবার রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে পরিত্যক্ত নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ।
ওই লিগ্যাল নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ দিনের মধ্যে সকল পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ, রাষ্ট্রীয় ব্যয়ে ভরাট বা স্থায়ীভাবে বন্ধকরণ, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপনা রোধে নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে জানানো হয়।
নির্ধারিত বিষয়ে দাবি গুলো মানা না হলে মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়। এদিকে তানোরের ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে ও বিএডিসিকে আগামী চার দিনের মধ্যে বিভাগের আয়ত্তাধীন ৮ জেলার স্থাপিত গভীর নলকূপের তথ্য সরবরাহ করতে চিঠি দিয়েছেন। এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টজনদের মধ্যে বিষয়টি নিয়ে তৎপরতা লক্ষকরা গেছে।





