একটি দল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে: মির্জা আব্বাস

মির্জা আব্বাস
মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত
0

একটি দল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বিএনপি সর্বোচ্চ ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।’ পাশাপাশি হাদির ওপর হামলার ষড়যন্ত্রকারীদের তিনি সাতচল্লিশ ও একাত্তরের পরাজিত শক্তি বলে দাবি করেন।

আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এসব কথা বলেন মির্জা আব্বাস।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।’

আরও পড়ুন:

দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনের সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেজু