টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রধান অভিযুক্ত মোমিন মিয়া
প্রধান অভিযুক্ত মোমিন মিয়া | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের সখিপুরের আলোচিত স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোমিন মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব ১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাঝরাতে ঘাটাইলের সাপমারা লক্ষিন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, সখীপুরের ১৪ বছর বয়সী স্কুল ছাত্রীকে গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে স্কুল ছাত্রী জানায়, মোমিন মিয়া তাকে প্রথমে চকলেট দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

আরও পড়ুন:

পরে শরীরে তরল পদার্থ ছিটিয়ে অসুস্থ করে মোমিন মিয়া বসতবাড়ির কাছের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির নানি বাদী হয়ে সখিপুর থানায় ২০ নভেম্বর মোমিন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তার করা মোমিন মিয়াকে সখিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস