কম্বোডিয়া-থাইল্যান্ড সামরিক সক্ষমতা: কোথায় দাঁড়িয়ে দুই দেশ?

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসেছে থাইল্যান্ড-কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসেছে থাইল্যান্ড-কম্বোডিয়ার প্রধানমন্ত্রী | ছবি: এএফপি
0

সামরিক সক্ষমতার দিক দিয়ে থাইল্যান্ডের চেয়ে ঢের পিছিয়ে কম্বোডিয়া। থাইল্যান্ডের ঝুঁড়িতে সেনা সংখ্যা আড়াই লাখ, কম্বোডিয়ার রয়েছে ৭৫ হাজার। পিছিয়ে সমরাস্ত্র ও যুদ্ধবিমানেও। এছাড়া থাই সামরিক বাজেট কম্বোডিয়ার তুলনায় ৪ গুণ বেশি।

গেলো জুলাইয়ের শেষ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। টানা ৫ দিন রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধ থামাতে রাজি হয় তারা।

তবে এর ৫ মাস না পেরুতেই অস্ত্রবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আরও ভয়াবহ আকারে যুদ্ধ জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সীমান্তে কম্বোডিয়ার এক সেনা নিহতের সূত্র ধরে সোমবার নতুন করে আবারও বেজে উঠে যুদ্ধের দামামা। এরইমধ্যে ঘটেছে দু'পক্ষেরই হতাহতের ঘটনা। থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সীমান্তে বিমান হামলা চালানোর। জীবন বাঁচাতে দলে দলে সীমান্ত ছাড়ছেন দুই দেশের বাসিন্দারা।

যদিও থাইল্যান্ড-কম্বোডিয়ার এ যুদ্ধ নতুন কিছু নয়। ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার প্রায় শত বছর ধরে দু'দেশের বিবাদ চলমান। গেলো জুলাইয়ে দু'দেশের যুদ্ধে প্রাণ হারান অর্ধশত সামরিক ও বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হন ৩ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন:

যুদ্ধময় এ পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বিশ্লেষণ করলে কম্বোডিয়ার চেয়ে সবদিক থেকে এগিয়ে থাইল্যান্ড। কম্বোডিয়ার চেয়ে থাইল্যান্ডের সামরিক সক্ষমতাও চারগুণ বেশি। কম্বোডিয়ার যেখানে ৭৫ হাজার সেনা রয়েছে সেখানে থাইল্যান্ডের রয়েছে প্রায় আড়াই লাখ। কম্বোডিয়ার ২০০ ট্যাংকারের বিপরীতে থাইল্যান্ডে রয়েছে ৪০০টি। কম্বোডিয়ার ৪৮০টি আর্টিলারির অপরদিকে থাইল্যান্ডের রয়েছে আড়াই হাজারের বেশি আর্টিলারি।

স্থলের পাশাপাশি আকাশেও দাপট রয়েছে থাইল্যান্ডের। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আধুনিক ও প্রশিক্ষিত বিমান বাহিনী রয়েছে দেশটির। বিমান বাহিনীর ৪৬ হাজার সেনা ও ১১২ যুদ্ধবিমান ও ডজনের বেশি হেলিকপ্টার রয়েছে। সেখানে কম্বোডিয়ার ডেরায় রয়েছে ১৬টি হেলিকপ্টার। নেই কোনো যুদ্ধবিমান।

যুদ্ধক্ষেত্রে জলপথেও থাইল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে কম্বোডিয়া। থাইল্যান্ডের রয়েছে অন্তত ৭০ হাজার নৌ সেনা ও কর্মকর্তা। যেখানে কম্বোডিয়ার কাছে আছে তিন হাজারের কম।

আর সামরিক বাজেটের ক্ষেত্রেও কম্বোডিয়ার চেয়ে ঢের এগিয়ে থাইল্যান্ড। সামরিক খাতে কম্বোডিয়ার যেখানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বাজেট তখন থাইল্যান্ডের ৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।

দু'দেশের সংঘাতময় পরিস্থিতি ব্রিটিশ নাগরিকদের সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে থাকার নির্দেশনা যুক্তরাজ্য সরকারের।

ইএ