আহত সাংবাদিক ফিরোজ মোস্তফা জানান, গতকাল (সোমবার, ৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর গোড়া চাঁদ দাস রোডে এশিয়ান টিভির অফিসে জোর করে প্রবেশ করেন আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নাবিদ আঞ্জুম।
এসময় ফিরোজকে অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
ফিরোজ মোস্তফা জানান, হামলাকারী কনস্টেবল নাবিদ আঞ্জুম তার পূর্ব পরিচিত এবং তার অফিসে যাতায়াত ছিলো। এ সূত্র ধরে তার অফিসে অবৈধ কাজ করার সুযোগ না পেয়ে এমন হামলার ঘটনা ঘটায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘এ ঘটনায় কনস্টেবল নাবিদ আঞ্জুমকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে সাংবাদিক ফিরোজ মোস্তফার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিক নেতারা। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।





