ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালু, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেয়া হবে।’
আরও পড়ুন:
তিনি দাবি করেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে; কেউ দুর্নীতি করবে না, করতেও দেয়া হবে না। সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে।’ ‘জামায়াত ধর্মকে ব্যবহার করে না; ধর্ম আমাদের কাজের অংশ। বরং নির্বাচনের আগে যারা টুপি পরে, তসবিহ হাতে ছবি তুলতে ব্যস্ত থাকে—তারাই ধর্মকে ব্যবহার করে,’ মন্তব্য করেন তিনি।





