শনিবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। রোববার ক্যাম্প শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। যেখানে তিনি ব্যাখ্যা করেন এ ক্যাম্পের উদ্দেশ্য।
ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘খুবই ভালো কিছু প্র্যাকটিস হচ্ছে। ইন্ডিভিজ্যুয়াল প্লেয়ারের কিছু শটস ইম্প্রুভ করার জন্য। বাইরের দেশে আসলে এ কাজটা বেশি করা হয় ওয়ান টু ওয়ান প্র্যাকটিসটা। আমাদের সে সুযোগ আসলে কম।’
প্রতিটি খেলোয়াড়কে নিয়েই আলাদাভাবে কাজ করছেন কোচরা। শট রেঞ্জ বাড়ানো নিয়ে কথা বলেছেন আশরাফুল।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘দুইদিন আমরা চারটা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি যাতে ইন্ডিভিজ্যুয়াল শটসগুলো আরও ভালো করতে পারে তারা। শটসগুলো যেন পারফেকশন হয়। এ কারণেই দেখা যাচ্ছে যে ক্রিকেটিং শটসের উপরে যেন আমরা বেশি কনফিডেন্স নিয়ে খেলে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি।’
জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন জাকের আলী। তবে এখনই তার ওপর ভরসা হারাতে চান না টাইগারদের ব্যাটিং কোচ।
আশরাফুল বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, ‘এনসিএল বলেন, বিপিএল বলেন সবজায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে। বাংলাদেশ টিমে ঢুকেও কিন্তু সে তিনটা ফরমেটেই ভালো খেলেছেন। রিসেন্টলি একটু খারাপ খেলেছেন। সে জায়গা থেকে আমার মনে হয় বিপিএলটা একটা ভালো প্ল্যাটফর্ম তার জন্য।’
বিপিএলের পরই বিশ্বকাপ। সামনে টানা খেলার আগে এই ক্যাম্প থেকে ক্রিকেটাররা নিজেদের স্কিল আরও উন্নত করবেন, এমনটাই প্রত্যাশা আশরাফুলের।





