দুইদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের দ্বিতীয় দিনে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পুতিন। ২৩তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনের যোগ দিতে দিল্লির কনভেনশন সেন্টারে উপস্থিত হচ্ছেন পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যেখানে পারস্পরিক বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক জোরদার, রুশ জ্বালানি তেল ক্রয় ও প্রতিরক্ষাসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে করবেন দুই নেতা। বৈঠক করবেন ব্যবসায়ী নেতাদের সঙ্গেও।
আরও পড়ুন:
এরপর নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে রাষ্ট্রপতির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন পুতিন। স্থানীয় সময় রাত ৯টার দিকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
এদিকে, বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, রুশ প্রতিনিধি দলের সঙ্গে তাদের দেখা করতে দেয়া হচ্ছে না।
প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের মধ্যে শ্রম এবং বেসামরিক পারমাণবিক শক্তিসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে, এবং উভয় পক্ষ তাদের সম্পর্কের স্থিতিস্থাপকতা প্রদর্শনের জন্য নতুন চুক্তি ঘোষণা করার আশা করা হচ্ছে।





