আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় নার্স সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) এ সম্মেলনের আয়োজন করে।
জামায়াতের আমির বলেন, ‘আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো জনগণের জীবন পাল্টে দেয়া, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকের জীবনকে বদলে দেয়া।’
তিনি বলেন, ‘আইন করে সমাজকে পরিবর্তন করা যাবে না, নৈতিকতার চাষ করে সমাজকে বদলাতে হবে।’
আরও পড়ুন:
এসময় নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘এমন বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে সরকারকে নিরাপত্তার ভয়ে বুলেটপ্রুফ গাড়িতে চড়তে হবে না।’
জামায়াত ইসলাম সরকারে গেলে নার্সদের ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে সুযোগ সুবিধা প্রদান করা হবে।




