শচীন টেন্ডুলকারকে ছাড়িয়েছেন দুই দিন আগেই। এক ফরম্যাটে সর্বাধিক ৫২টি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। টেন্ডুলকারের ছিল টেস্টে ৫১টি সেঞ্চুরি। কোহলি ৫২তম শতক করেছিলেন ওয়ানডে। রাচিতে বাউন্ডারি হাঁকিয়ে তিন অংকে পৌঁছেছিলেন কোহলি।
আরও পড়ুন:
দ্বিতীয় ম্যাচে ৯৯ থেকে সিঙ্গেলস নিয়ে পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম সেঞ্চুরি। ৯৩ বলে ১০২ রানে আউট হয়েছেন তিনি। ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে গড়েছেন ১৯৫ রানের জুটি। ৮৩ বলে ১০৫ রান করে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করে আউট হয়েছেন ঋতুরাজ।





