ক্র্যাভেন কটেজে ম্যাচের ১৭ মিনিটেই জেরেমি ডোকুর পাস থেকে গোল করেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে দ্রুততম একশো গোলের রেকর্ডও নিজের করেন ম্যানসিটির এই স্ট্রাইকার।
৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিজানি রেইন্ডার্স। ৪৪ মিনিটে ফিল ফোডেনের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় সিটিজেনরা।
আরও পড়ুন:
তবে ইনজুরি টাইমে ফুলহামের হয়ে এক গোল শোধ করেন এমিল স্মিথ রোয়ে। বিরতির পর ১০ মিনিটের মাঝেই আরও দুই গোল আদায় করে সিটি। ৫-১ গোলে পিছিয়ে পড়ার পরেই খেলায় ফিরে আসে ফুলহাম।
৫৭ মিনিটে অ্যালেক্স ইওয়োবি গোল করে ব্যবধান কমে। এরপর ৭৪ এবং ৭৮ মিনিটে জোড়া গোল করেন সামু চুকওয়েজে, এতে ব্যবধান দাঁড়ায় ৫-৪। এরপর আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।





