ধর্মবিকৃতকারী গোষ্ঠী থেকে সবাই বেঁচে থাকবেন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস | ছবি: সংগৃহীত
0

ভোট দিলে জান্নাতের যাওয়ার স্বপ্ন দেখিয়ে আসন্ন নির্বাচনে অনেক প্রার্থী ভোট চাইবে, ধর্মবিকৃতকারী সেই গোষ্ঠী থেকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার কামনায় সিদ্ধেশ্বরী বালুর মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি অসভ্য দল এরাও একটা অসভ্য দল। এবং ধর্মবিকৃতকারী একটি দল। কোনো ভদ্রলোকের সঙ্গে এরা কাজ করতে পারবে না। এরা মওদুদবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। যদিও মুসলমানের লেবাস আছে এদের, এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে না। এ সমস্ত লোকের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতই একটি ফ্যাসিস্ট দল, দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, এ দেশের লোক অনেক শিক্ষিত না হলেও বোকা নন। তাদের ধাপ্পা দেয়া যাবে না।’

আরও পড়ুন:

বিএনপি লীগের মত হতে পারবে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আজকে যাদের আস্ফালন আমরা দেখছি, তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিলো।’

ইএ