আগামী নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে: প্রধান উপদেষ্টা

বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা
বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা | ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
0

আগামী ফেব্রুয়ারির নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এ নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে।’

আজ (বুধবার, ৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ এর কোর্স সমাপনী অনুষ্ঠান এ কথা জানান।

তিনি দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরি ভূমিকা রাখবে।

এছাড়াও, প্রধান উপদেষ্টা বন্ধুপ্রতিম দেশের কোর্স সদস্যদেরকেও ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ এ প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ধারাবাহিকভাবে তাদের এ কোর্সে অংশগ্রহণ, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।

এএইচ