অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরায় রায়হান কবির নামে এক খামারি তার বাড়িতে প্রায় ৩ শতাধিক কবুতর পালন করতেন। পাশের জমিতে ইসমাইল গাজীর একটি সরিষার ক্ষেত রয়েছে। রায়হানের কবুতরগুলো মাঝে মাঝে ওই ক্ষেতে বসায় ইসমাইল ক্ষিপ্ত হয়ে মাঠে বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ।
পরে রায়হান থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
আরও পড়ুন:
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইসমাইল গাজী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।





