ইসরাইল-ফিলিস্তিন সংকট: সমাধানে দ্বিরাষ্ট্র গঠনে জোর পোপ লিও চতুর্দশের

পোপ লিও চতুর্দশ
পোপ লিও চতুর্দশ | ছবি: সংগৃহীত
0

ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্র গঠনের ওপর জোর দিয়েছেন খ্রিষ্টীয় ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। তার মতে, একমাত্র দ্বিরাষ্ট্র গঠনই উভয় পক্ষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার নিশ্চয়তা দেবে।

লেবানন সফরে একটি অনুষ্ঠানে বক্তব্যে পোপ বলেন, ‘এ মুহূর্তে, ইসরাইল এ সমাধান গ্রহণ করছে না। তবে দীর্ঘ সংঘাত বন্ধে এর বিকল্প নেই।’

দুই পক্ষের সঙ্গে মধ্যস্থতার বিষয়টি আরও জোরালো হওয়া উচিত বলে মনে করেন পোপ। তুরস্কে চারদিনের সফর শেষে রোববার লেবাননের বৈরুতে পৌঁছান পোপ লিও।

আরও পড়ুন:

ইস্তাম্বুলে যুদ্ধে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং ধর্মের নামে সহিংসতার নিন্দা জানান তিনি। যদিও তুরস্ক সফরে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার বিষয়টি এড়িয়ে গেছেন পোপ লিও।

ইএ