আজ (সোমবার, ১ ডিসেম্বর) বেলা ১১টায় হিলি সীমান্তের চেকপোস্টে গেইটের শূন্যরেখা (২৮৫/১১ এস) পিলারের বাংলাদেশ অভ্যন্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির ১৫ সদস্যের একটি দল ও বিএসএফের-৮৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী কং ইয়ানবা নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল এ বৈঠকে অংশ নেয়।
এর আগে, ফুল ও মিষ্টি দিয়ে দুই বাহিনীর সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন। বৈঠকে শান্তিপূর্ণভাবে সীমান্তে দায়িত্ব পালনসহ নানা বিষয়ে আলোচনা হয়।





