বিডিআর হত্যা তদন্ত: শহিদ অফিসারদের সন্তানরা চাচ্ছেন অপরাধীর নাম প্রকাশ ও গ্রেপ্তারি পরোয়ানা

প্রধান উপদেষ্টার হাতে তদন্ত কমিশনের প্রতিবেদন দাখিল
প্রধান উপদেষ্টার হাতে তদন্ত কমিশনের প্রতিবেদন দাখিল | ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
0

বিডিআর স্বাধীন তদন্ত কমিশনের জমাকৃত প্রতিবেদনে উঠে আসা সামরিক ও বেসামরিক অপরাধীর নাম প্রকাশ ও এরেস্ট ওয়ারেন্ট প্রদানের দাবি জানিয়েছেন শহিদ আর্মি অফিসারের সন্তানেরা। আজ (সোমবার, ১ ডিসেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করে তারা বলেন, তদন্ত প্রতিবেদন শহিদ পরিবারের কাছেও তুলে ধরা উচিৎ। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরেও বিচার চাওয়ার কারণে হত্যার হুমকি, সাইবার বুলিংসহ মানহানির চেষ্টা হচ্ছে জানিয়ে হতাশা প্রকাশ করেন তারা।

আরও পড়ুন:

এসময় অপরাধীদের অনেকেই এখনো সামরিক বাহিনীতে কাঁধে ব্যাজ লাগিয়ে ঘুরছে জানিয়ে তারা নিজেদের নিরাপত্তার শঙ্কা জানিয়ে দ্রুত নিরাপত্তার দাবি জানান। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও আসামিদের নাম দিয়ে নিন্দা স্তম্ভ তৈরির দাবি শহিদের সন্তানেরা।

ইএ