মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে ইনুর আবেদন খারিজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
1

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ৮ ডিসেম্বর বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করা হয়েছে। আজ (রোববার, ৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দুই বিচারক এ আদেশ দেন।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশের বিরুদ্ধে আপিল করেন। ওই আপিলে জুলাই গণঅভ্যুত্থানকে 'সো কলড বা তথাকথিত' বলে আবেদন করেন। ‘সো কলড’ বলাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আপিল খারিজ করলে অন্য কোনো বিষয়ে আদেশ দেয়নি ট্রাইব্যুনাল।

আরও পড়ুন:

এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এ তলব করা হয়েছে। ওই দিন উপস্থিত হয়ে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের জবাব দিতে বলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরোধিতা করে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে কথা বলেন ফজলুর রহমান। তার ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

ইএ