জুলাই-আগস্টের আন্দোলন দমনে কুষ্টিয়ার ছয়জনকে হত্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়। এর আগে গত ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননায় প্রসিকিউশনের অভিযোগের শুনানি হবে আজ।
আরও পড়ুন:
এছাড়াও আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ।
সকালে তাদের দুইজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পাশাপাশি চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ারও কথা রয়েছে। তবে, সাফাই সাক্ষী না পেলে মামলাটি যুক্তিতর্কে উপস্থাপনের দিকে আগাবে বলে জানায় প্রসিকিউশন।





