ঈশ্বরদীর প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল তা হঠাৎ করে হয়নি।’
তিনি লেখেন, ‘বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে— এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।’
জামায়াত আমির বলেন, ‘প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কী করে। তবে সকল সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো— জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।
আরও পড়ুন:
‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা থামব না।’—বলেও উল্লেখ করেন জামায়াত আমির।
প্রসঙ্গত, এদিন বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এসময় আবু তালেব মন্ডলসহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। প্রার্থীর গাড়িসহ বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত।





