নির্বাচনে নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করছে ইসি

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন | ছবি: সংগৃহীত
0

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটের সময়ে কেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্তে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছে ইসি।

আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। যোগ দিয়েছেন তিন বাহিনী প্রতিনিধি, র‍্যাব-আনসার মহাপরিচালক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা।

সভায় নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণে নির্দেশনা দেবে ইসি। একইসঙ্গে ভোটের আগে-পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে তাও চূড়ান্ত হতে যাচ্ছে বৈঠকে।

এর আগে ২০ অক্টোবর আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের ইসির সভায় সব ধরনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কৌশল নির্ধারণ করে কমিশন।

ভোটের মাঠের সার্বিক নিরাপত্তায় রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে নিরাপত্তা নিশ্চিতের কথা জানানো হয়। আসন্ন নির্বাচনে সবমিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকার কথা রয়েছে।

সেজু