আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। রাজধানীতে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে।
আজ সকাল ৬টায় ঢাকায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১২ মিনিটে।
আরও পড়ুন:
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ফলে দেশে আজ শীতের তীব্রতা খানিকটা কম রয়েছে। তবে সারাদিন আকাশ থাকবে মেঘলা ও আবহাওয়া শুষ্ক।
আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা তেতুলিয়া (পঞ্চগড়) ১৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় (নীলফামারী) ১৫ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে (পাবনা) ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।




