কাতারের রাজধানী দোহা এক্সিবিশন সেন্টার ডিইসিসিতে আয়োজন করা হয় পর্যটন মেলা-কাতার ট্রাভেল মার্ট ২০২৫। কাতারের পর্যটন খাত প্রসারিত করার লক্ষ্যে ব্যস্ত দেশটির সরকার।
২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ পর্যটন মেলা ও কাতার ট্রাভেল মার্টে বাংলাদেশের অংশ নেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা ।
প্রবাসী বাংলাদেশিরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ অ্যাম্বাসির মাধ্যমে যে বাংলাদেশ অংশ নিয়েছে এতে তারা খুশি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যা নিয়ে গর্বিত তারা।
আরও পড়ুন:
কাতার ট্রাভেল মার্টে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশ স্টল। দোহা থেকে বাংলাদেশ বিমান ভালো সার্ভিস দিচ্ছে বলে জানালেন বিমানের এ কর্মকর্তা।
বাংলাদেশ বিমান দোহা অফিস সিনিয়র সেলস এক্সিকিউটিভ সাব্বির আল হাসান বলেন, ‘বিগত বেশ কয়েকদিন হলো বাংলাদেশ বিমান খুব ভালো সার্ভিস দিচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা যে ভালো সার্ভিস পাচ্ছে এ বার্তাটিই ছড়িয়ে দেয়া আমাদের মূল উদ্দেশ্য।’
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ দেখতে ১৫ লাখ পর্যটক এসেছিল মধ্যপ্রাচ্যের দেশটিতে। ধারণা করা হচ্ছে ২০৩০ সাল পর্যন্ত প্রায় এক কোটি পর্যটক কাতার ভ্রমণে আসবে।



