রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে মনোনয়নবঞ্চিত প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা। এসময় মশাল মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা তানোর উপজেলার ডাকবাংলা মাঠ থেকে মশাল মিছিল বের করে।

মিছিলটি উপজেলা হয়ে থানা মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনের সমর্থকরা বাধা দেয়।

আরও পড়ুন:

এসময় দু’পক্ষই ইট পাটকেল ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে পুলিশ ও স্থানীয় সাংবাদিকসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসএস