নির্বাচনের ব্যালট সাদাকালো, গণভোটে রঙিন

ব্যালট বক্স ও পেপার
ব্যালট বক্স ও পেপার | ছবি: এখন টিভি
1

গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট পরিচালনার প্রক্রিয়া বিস্তারিত উল্লেখ করে অধ্যাদেশটি চূড়ান্ত করা হয়েছে। আজ বা কালকের মধ্যেই এর গেজেট নোটিফিকেশন হবে।

একটি প্রশ্ন, দুটি বিকল্প

গণভোটে থাকবে মাত্র একটি প্রশ্ন— জুলাই জাতীয় সনদ আদেশ ও সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাবে ভোটারের সম্মতি আছে কি না। ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ বক্সে চিহ্ন দিয়ে মতামত জানাবেন।

আরও পড়ুন:

ব্যালটে সাদাকালো ও রঙিন পার্থক্য

আইন উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজে কালো প্রতীক, আর গণভোটের ব্যালট হবে রঙিন, যাতে ভোটার বিভ্রান্ত না হন।’

একই স্থানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোট ও নির্বাচনে পোস্টাল ব্যালটেও একই ধরনের স্টাইল ব্যবহার করা হবে। আগামী মাসের ৫ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘সরকারি প্রেসে ব্যালট ছাপার প্রস্তুতি শুরু হয়েছে এবং পর্যাপ্ত কাগজও রয়েছে। গণভোটের ক্ষেত্রে রঙিন কাগজে দৃশ্যমান যেকোনো কালি ব্যবহার করা হবে।’

বিদেশে রেজিস্ট্রেশন ও প্রযুক্তিনির্ভর ভোট

ইসির সচিব জানান, পোস্টাল ব্যালটের জন্য উত্তর আমেরিকায় রেজিস্ট্রেশন চলছে। শনিবার অনুষ্ঠিতব্য মক ভোটের ফল অনুযায়ী ভোটকেন্দ্র বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন

তিনি আরও জানান, প্রবাসী, সরকারি চাকরিজীবী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিতরা অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।

আইন উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ৩১ হাজার ১০৮ জন প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন করেছেন। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন বড় চ্যালেঞ্জ হলেও সবার মধ্যে উৎসাহ রয়েছে।

মনিটরিং ও দায়িত্ব বণ্টন

গণভোটের জনসচেতনতা বাড়াতে দ্রুত প্রচারণা শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘অন্ধভাবে নয়, যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের পদায়নের জন্য লটারি ব্যবস্থা চালু করা হয়েছে।’

সংসদ নির্বাচনের জন্য নিয়োগকৃত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাই গণভোটেও একই দায়িত্ব পালন করবেন। গণভোটেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে।

এনএইচ