নেসকোর প্রিপেইড মিটার বাতিলসহ ৫ দাবিতে নাটোরে সড়ক অবরোধ

নাটোরে সড়ক অবরোধ
নাটোরে সড়ক অবরোধ | ছবি: এখন টিভি
0

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে নাটোরে আট ঘণ্টা ধরে চলছে সড়ক অবরোধ কর্মসূচি। নাটোরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আজ (সোমবার, ২৪ নভেম্বর) দুপুর ১১টা থেকে শহরের হাফরাস্তায় নেসকো অফিসের মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

কিন্তু দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যার পর থেকে শহরের মূল সড়কে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে তারা। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন শহরে চলাচলকারী বাসিন্দারা।

আরও পড়ুন:

একই দাবিতে গত বছর নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছিল তারা। কিন্তু সেসময় কর্তৃপক্ষ আশ্বাস দিলেও দাবি পূরণ না হওয়ায় বছর পেরিয়ে যাওয়ায় আবারও নেসকোর প্রিপেইড মিটার বাতিলে আন্দোলনে নামে তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, নেসকোর প্রিপেইড মিটার প্রতিস্থাপনের পর থেকে বিভিন্ন চার্জের নামে টাকা কেটে নেয়া হচ্ছে। তাছাড়া বিদ্যুতের খুঁটি থেকে মিটার পর্যন্ত তার গ্রাহককেই কিনতে হচ্ছে। তাই অবিলম্বে নেসকোর প্রিপেইড মিটার বাতিল করে এনালগ মিটার প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের।

এসএস