বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণ

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র
বলিউড অভিনেতা ধর্মেন্দ্র | ছবি: সংগৃহীত
0

৮৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আজ (সোমবার, ২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে, অভিনেতার বাড়িতে এরইমধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে ব্যারিক্যাড দিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরইমধ্যে স্পটে অভিনেতার মেয়ে এশা দেওলকে দেখা গেছে। এছাড়াও অনেক তারকার গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

আরও পড়ুন:

এদিকে, চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সেসময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার।

এরপর সুস্থ হয়ে বাড়িতে ফিরেন অভিনেতা। আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন। আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছে বলেও জানা গিয়েছিল। এরইমধ্যে তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছিলেন।

এনএইচ