আজ (রোববার, ২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর জানায় আগামী ১৭ ডিসেম্বর ভোট হলে নির্বাচন অংশগ্রহণমূলক নাও হতে পারে, এ কারণ দেখিয়ে গতকাল পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে চারটি স্মারকলিপি জমা পড়েছে।
এতে শিক্ষার্থীরা শীতের ছুটির পরে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানায়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সময় বাতিল করে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ২০২৬ সালের ২০ জানুয়ারি। আর নির্বাচন কমিশন জানায় নতুন নির্বাচনি তারিখ অনুসারে খুব শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করবে তারা।





