এক উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই সাফল্যের দেখা পায় আয়ারল্যান্ড। ব্যক্তিগত ৭৮ রানে ম্যাকব্রাইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাদমান ইসলাম।
প্রথম ইনিংসের মতো এ ইনিংসেও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জর্ডান নেইলের বলে বালবির্নির তালুবন্দী হয়ে ১ রানে সাজঘরে ফেরেন তিনি।
আরও পড়ুন:
এরপর শুরুর ধাক্কা সামলে টাইগারদের ইনিংস এগিয়ে নেন মুমিনুল হক ও শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হতে হয়েছে মুমিনুলকে, ৮৭ রানে ফিরে যান তিনি।
অন্যদিকে, ফিফটি করে রিকি পন্টিংয়ের পর একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন মুশফিক। মুমিনুল ফেরার পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরলাইন:
বাংলাদেশ— ৪৭৬ (প্রথম ইনিংস); ২৯৭/৪ (দ্বিতীয় ইনিংস ঘোষণা)
আয়ারল্যান্ড—২৬৫ (প্রথম ইনিংস); ১২৪/৪ (দ্বিতীয় ইনিংসে ব্যাটিং চলমান)





