প্রশাসনের কেউ কেউ একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে: এটিএম আজহারুল

শোভাযাত্রায় এটিএম আজহারুল ইসলাম
শোভাযাত্রায় এটিএম আজহারুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

প্রশাসনের কেউ কেউ একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। তারা নিরপেক্ষ হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে হবে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

আজ (শনিবার, ২২ নভেম্বর) দুপুরের রংপুরে নির্বাচনি জনসংযোগ ও মোটর শোভাযাত্রায় এ কথা জানান তিনি।

এসময় আসন্ন নির্বাচনে তারুণ্যের অংশগ্রহণ বড় ভূমিকা রাখবে জানিয়ে নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন:

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে ভোটারদের জন্য গণভোট অসুবিধার কারণ হবে বলে মনে করেন জামায়াতের এ শীর্ষ নেতা।

দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনে দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

পরে মোটর শোভাযাত্রাটি বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এটিএম আজহারুল।

সেজু