সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া

সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া
সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া | ছবি: এখন টিভি
0

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে সেনা কুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বাসভবন থেকে নৌবাহিনীর সদর দপ্তরের ভিতর দিয়ে মাত্র ৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছান খালেদা জিয়া। এসময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ছিলেন।

এছাড়া গাড়ি বহরের সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট শামছুল রহমান শিমুল বিশ্বাস। এর আগে বাসভবন থেকে বের হলে ফিরোজার সামনে অপেক্ষাকৃত নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানান খালেদা জিয়াকে।

এএইচ