দ্বন্দ্ব শুরুর পর প্রথমবার ভারতের কাছে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অস্ত্র
যুক্তরাষ্ট্রের অস্ত্র | ছবি: সংগৃহীত
0

ভারতকে সাড়ে নয় কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। দেবে জ্যাভেলিন ট্যাঙ্কবিধ্বংসী সরঞ্জাম ও এক্সক্যালিবার ক্ষেপণাস্ত্র। রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব শুরুর পর এবারই প্রথম ওয়াশিংটনের কাছ থেকে অস্ত্র বিক্রিতে ছাড় পেলো নয়া দিল্লি।

বৈশ্বিক অস্ত্রবাণিজ্যের অধিপতি যুক্তরাষ্ট্রের অস্ত্রের ক্রেতা দেশগুলোর তালিকায় শীর্ষ দশের একটি, ভারত। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে সারা বিশ্বে মোট অস্ত্র আমদানিকৃত অস্ত্রের সাড়ে নয় শতাংশের ক্রেতা ছিল ভারত। ২০০০ সালের পর থেকে ভারতের অস্ত্র আমদানির শীর্ষ পাঁচ উৎস দেশের একটি যুক্তরাষ্ট্র।

প্রতিরক্ষায় ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার হলেও, চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ফাটল ধরে ওয়াশিংটন-নয়া দিল্লির কূটনীতিতে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আধিপত্যবিরোধী রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে গেলো আগস্টে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তারপর থেকে একরকম থমকেই ছিল দুই দেশের নিরাপত্তা সহযোগিতাও।

আরও পড়ুন:

শেষ পর্যন্ত শীতল সম্পর্কের অবসান ঘটলো বুধবার, ভারতকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের অনুমোদনের মধ্য দিয়ে। নয়া দিল্লির কাছে নয় কোটি ২৮ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রির প্রস্তাবে ছাড় দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসিএ। আগস্টের শুল্ক যুদ্ধের পর থেকে তো বটেই, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও ভারতের জন্য এটি ওয়াশিংটনের প্রথম বৈদেশিক অস্ত্র বিক্রি কর্মসূচি।

অনুমোদনের আওতায় ভারতকে জ্যাভেলিন ট্যাঙ্কবিধ্বংসী সরঞ্জাম ও এক্সক্যালিবার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবর, ২১৬টি এক্সক্যালিবার ট্যাক্টিক্যাল প্রজেক্টাইল ও জ্যাভেলিন সিস্টেমের ১০০ ইউনিট চেয়ে ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছে নয়া দিল্লি। চার কোটি ৫৭ লাখ ডলারের জ্যাভেলিন আর চার কোটি ৭১ লাখ ডলারের এক্সক্যালিবার পাবে ভারত সরকার।

অন্যতম শীর্ষ মার্কিন অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠান আরটিএক্স করপোরেশন ও লকহিড মার্টিন যৌথভাবে কাজ করবে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ অস্ত্র বিক্রির চুক্তি সম্পন্নে।

এসএস