শুক্রবার গ্যাসের চাপ থাকবে স্বল্প: তিতাস

0

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সব শ্রেণির গ্রাহক প্রান্তে আগামীকাল (শুক্রবার, ২১ নভেম্বর) গ্যাসের স্বল্পচাপ থাকবে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় আগামীকাল ভোর ৬টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।


এনএইচ