গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

হামাস যোদ্ধারা
হামাস যোদ্ধারা | ছবি: সংগৃহীত
0

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের লক্ষ্যে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া মার্কিন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাওয়ার কথা জানায় গোষ্ঠীটি।

ইসরাইলকে মদদ দিতে যুদ্ধবিধ্বস্ত উপতক্যাটিতে কোনো পক্ষপাতমূলক নিরাপত্তা বাহিনী গঠনকে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করছে। এছাড়া, বর্তমান কাঠামোর অধীনে গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠন ফিলিস্তিনি জনগণের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলেও মত তাদের।

আরও পড়ুন:

এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে গাজা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শীতে সংকট আরও বাড়ার শঙ্কা থাকায় উপত্যকাটিতে ত্রাণসামগ্রী প্রবেশের পূর্ণ প্রবেশাধিকার দিতে ইসরাইলি কর্তৃপক্ষকে আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

ইএ