মিজানুর রহমান দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান। তার স্ত্রীর অভিযোগ, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান সোহেলের সঙ্গে কথা বলতে চান, এজন্য তাকে নিতে এসেছেন—এমনটাই বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আবার তাকে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে।’
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘তাকে (সোহেলকে) এখানেই আনা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়েছে।’
জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে বলেও শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। জানা গেছে, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ থেকে ঘটনার সূত্রপাত।





