‘কথা বলতে’ ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেয়ার অভিযোগ
রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ‘তুলে নেয়ার’ অভিযোগ পাওয়া গেছে। সোহেলের সঙ্গে ডিএমপির ডিবিপ্রধান ‘কথা বলতে চান’—এমনটা জানিয়ে তাকে গতকাল (মঙ্গলবার, ১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে ডিবি পোশাকের পাঁচ ব্যক্তি সঙ্গে করে নিয়েন যান, অভিযোগ তার স্ত্রী সুমাইয়া সীমার।