ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপনা উচ্ছেদ করতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

শিক্ষার্থীদের অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ
শিক্ষার্থীদের অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ ও সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে সড়ক অবরোধ এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ (রোববার, ১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরকারি মহিলা কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে করে দেড় ঘণ্টা সড়কের একপাশে যান চলাচল বন্ধ থাকে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণী বিথীতে ১৪টি দোকান রয়েছে। যার বেশিরভাগই ফার্মেসি। দোকানগুলো উচ্ছেদ করে সীমানা প্রাচীর এবং দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছেন কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালে মহিলা কলেজের শিক্ষার্থীরা জানান, কলেজের সামনে বাণিজ্যিক স্থাপনার কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরা ইভটিজিংয়ের শিকার হন। এ অবস্থায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করে সীমানা প্রাচীর ও ফটক নির্মাণ করে শিক্ষার্থী ও কলেজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

এ সময় দাবি আদায়ের লক্ষ্যে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। দ্রুত স্থাপনা উচ্ছেদ না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এএইচ