নাজমুল আবেদীনের বিরুদ্ধে কারচুপির অভিযোগের কোনো প্রমাণ পায়নি ক্রিকেট বোর্ড

নাজমুল আবেদীন ফাহিম
নাজমুল আবেদীন ফাহিম | ছবি: সংগৃহীত
0

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিরুদ্ধে ওঠা বয়সভিত্তিক দলে কারচুপির অভিযোগের কোনো প্রমাণ পায়নি ক্রিকেট বোর্ড। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্তের নোটিশের জবাবে এমনটা জানানোর পাশাপাশি বিলম্বের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। তবে নারী ক্রিকেট কল্যাণ সমিতির পক্ষে এনএসসিতে অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব জাহানার আলম ইস্যুতে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির উপর ন্যাস্ত করেছে বিসিবি।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে নাজমুল আবেদীন ফাহিমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। নারী ক্লাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে করা সেই স্পর্শকাতর চিঠিতে তার নামে উঠে আসে নারী ক্রিকেটারদের সঙ্গে অনৈতিক সম্পর্কের পাশাপাশি বয়স চুরি করে বয়সভিত্তিক দলে অন্তত ১০ জন ক্রিকেটারকে খেলানোর অভিযোগ।

আরও পড়ুন:

গেল ৯ নভেম্বর এখন টেলিভিশনে অভিযোগের সেই চিঠি প্রকাশ করা হলে ক্রিকেট পাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্রিকেট সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করার পরপরই আরেকটি চিঠি এখন টেলিভিশনের হাতে আসে। এনএসসি থেকে বিসিবিকে অধিকতর তদন্তের নির্দেশনা সম্বলিত সেই চিঠিতে বলা হয় নাজমুল আবেদীন ফাহিম ও সিলেক্টর সজলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তবে ১৭ সেপ্টেম্বর ক্রীড়া পরিষদ থেকে বিসিবিকে চিঠি পাঠানোর প্রায় দুই মাস পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে ক্রিকেট বোর্ড। যেখানে বিসিবি দাবি করেছে অনূর্ধ্ব-১৯ দলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে তারা কোনো প্রমাণ পায়নি। আর বিসিবি নির্বাচন জনিত ব্যস্ততার কারণেই জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার জবাব দিতে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করে বিসিবি।

অবশ্য জাতীয় ক্রীড়া পরিষদের চিঠির উত্তর দিলেও নারী ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে আনিত অভিযোগ বা চিঠির বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ক্রিকেট বোর্ড। বরং অভিযোগগুলো খতিয়ে দেখার ভার জাহানারা আলম ইস্যুতে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির উপর ন্যাস্ত করেছে বিসিবি।

ইএ