রাঙামাটিতে ভূমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রেশন চালুর দাবিতে আল্টিমেটাম

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

রাঙামাটিতে বাজার ফান্ডের বন্দোবস্তকৃত জমির হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রেশন চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি। অন্যথায় শাটডাউন, হরতাল ও অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ (শনিবার, ১৫ নভেম্বর) সকাল এগারোটায় শহরের বনরূপায় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বাজার ফান্ড এলাকাগুলোয় বছরের পর বছর প্রশাসনিক জটিলতায় রেজিস্ট্রি ও ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কোনো ধরনের সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজার ফান্ডের জমি মর্টগেজ করতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা হুমকির মুখে পড়েছে। ব্যবসার পরিধি ছোট হয়ে আসছে, নতুন উদ্যোক্তা তৈরি বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে বেকারত্ব। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আরও পড়ুন:

বক্তারা অভিযোগ করেন, অঘোষিত নিষেধাজ্ঞার কারণে পাহাড়ের বাজার ফান্ড এলাকায় ব্যবসার পরিবেশ ভেঙে পড়েছে। মূলধন সংকটে অনেকে ব্যবসা গুটিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এতে স্থানীয় অর্থব্যবস্থা চরম দুরবস্থার মধ্যে পড়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব, আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদের সাবেক সভাপতি ওমর ফারুক, রাঙামাটি চেম্বারের অব কমার্সের পরিচালক দীল বাহাদুর রায়সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সেজু