সারাদেশে আকাশ কিছুটা মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে

ঢাকার আকাশে খানিকটা মেঘ থাকলেও নেই বৃষ্টির সম্ভাবনা
ঢাকার আকাশে খানিকটা মেঘ থাকলেও নেই বৃষ্টির সম্ভাবনা | ছবি: এখন টিভি
1

সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, এ দিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন:

এছাড়া, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও এ পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কেও এ পূর্বাভাসে জানানো হয়। বলা হয়, উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এসএইচ