পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ; এক সপ্তাহে তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি

শীতে নাকাল পঞ্চগড়বাসী
শীতে নাকাল পঞ্চগড়বাসী | ছবি: এখন টিভি
0

হিমালয় কন্যা পঞ্চগড়ে হেমন্তেই শুরু হয়েছে শীতের আবহ। তাপমাত্রা কমছে পাল্লা দিয়ে। গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে অন্তত ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ (বুধবার, ১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। এটি এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দিনে সূর্যের কড়া তাপ থাকলেও সন্ধ্যা নামলেই কমে তাপমাত্রা। রাতে ঝরে কুয়াশা।

হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে সকাল পর্যন্ত। গত দুদিনে সকালের ঠান্ডায় বেশ কাবু এ জনপদের মানুষ। তবে দুর্ভোগের শীত শুরু হতে এখনো বাকি বলে জানান স্থানীয়রা।

এএইচ