রাজধানীর হাইকোর্ট মাজারের কোণে জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাতে সন্ধ্যার আলো ফুরোতে না ফুরোতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুটি নীল রঙের ছোট ড্রাম ঘিরে জটলা বাধে।
কাছে যেতেই বেরিয়ে আসে নৃশংসতার গন্ধ। ড্রামের ভেতর মিলল এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন:
এরপর যোগ দেয় র্যাব ও পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সংগ্রহ করতে থাকে আলামত। হাতের আঙুলের ছাপ থেকে জানা যায় নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। বাড়ি রংপুরের শ্যামপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে।
দুটি ড্রামের একটিতে মরদেহ, অন্যটিতে চাল পাওয়ার কথা জানান ডিএমপি রমনা জোনের ডিসি মো. মাসুদ আলম। জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাটি উদঘাটনের চেষ্টা চলছে।
এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় মৃত আশরাফুলের মরদেহ। আলামত পর্যালোচনা ও বিশ্লেষণ করে মৃত্যুর কারণ ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানায় সিআইডি।





