রাজধানীর ধানমন্ডিতে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ জনের দুই জনই ঐ বাসার ভাড়াটিয়া ছিলেন, বকেয়া ভাড়ার কারণে বিরোধের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। জিম্মি করে টাকা আদায়ের জন্যই ডাকাতি করতে যায় তারা। আজ (শনিবার, ৩০ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ- পুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান।