পাকিস্তানে নিরাপত্তা নিয়ে লঙ্কান ক্রিকেটারদের উদ্বেগ, দেশে ফিরতে বোর্ডকে অনুরোধ

শ্রীলঙ্কার ক্রিকেটারদের একাংশ
শ্রীলঙ্কার ক্রিকেটারদের একাংশ | ছবি: সংগৃহীত
0

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে লঙ্কার ক্রিকেট দল। গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে প্রথম ম্যাচ। এরইমধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে শ্রীলঙ্কার একাধিক ক্রিকেটার দেশে ফিরতে বোর্ডের কাছে অনুরোধ করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কার ক্রিকেট বোর্ড।

এসএলসি জানিয়েছে, তারা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। পিসিবি তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে। সবকিছু বিবেচনায় খেলোয়াড়দের সূচি অনুযায়ী সফর চালিয়ে যেতে আহ্বান জানিয়েছে এসএলসি।

আরও পড়ুন:

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানদের ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। এরপরই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান লঙ্কান ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা শ্রীলংকার।

এফএস